সফিকুল ইসলাম রানা,চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রহ.) এর স্মরনে মতলব উত্তর উপজেলার নিজ ছেংগারচর হযরত আবদুল কাদির জিলানী (রহ.) পবিত্র দরবার শরীফ মাঠে ২৫ শে নভেম্বর রোজ শনিবার ৩৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত মৌলানা আল-আমিন হুজুরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আব্দুস সালাম বিপ্লবী।আন নূর ইসলামিয়া মাদরাসার মোহতামিম ক্বারী মাওলানা মাইনুদ্দিন খান ইসলামাবাদীর সঞ্চালনায় বয়ান রাখেন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম হেলালী, হাফেজ মাও. মোহাম্মদ আবু হানিফ চাঁদপুরী, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ জুবায়ের হোসাইন আনসারী।
বক্তারা বলেন, নবী আমাদের মত সাধারণ মানুষ নয়, যারা তাকে স্বীকার করে নানা তারা মুমিন নয়। যারা তাকে মানে ও তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারাই আসল ঈমানদার।বক্তারা আরও বলেন, রাসুলকে সৃষ্টি করা না হলে আল্লাহ কোনও কিছুই সৃষ্টি করতেন না। এমনকি আল্লাহ নিজেও প্রকাশ পেতেন না। সুতরাং কোরআন সুন্নাহর অনুসারে জীবন গড়তে হবে বলে আহ্বান জানিয়েছেন তারা।