1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাত্র দুই দিনের মধ্যেই চালু হচ্ছে পদ্মা সেতু ট্রেন"যাবে শিবচর থেকে রাজধানী ও ঢাকায় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:০১|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি”প্রবীণ সাংবাদিক শাজাহান খানের মৃত্যুতে সাংবাদিক মহলের শোক প্রকাশ সিরাজদিখানে মাদক সেবনের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৬ উজিরপুরে ঈদযাত্রায় হয়রানি লাঘবে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট মাদারীপুরে বিধবা নারীকে পিটিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীর টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন গৌরনদীতে কবি সাহিত্যিকদের মিলন মেলা গৌরনদী বাসষ্টান্ডে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এর উদ্ধোধন রামপালে চোরাই গরুসহ আটক ২ আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার মাদারীপুরের ডাসারে শেষ মুর্হু‌তে জ‌মে উঠে‌ছে পশু কেনার হাট,ক্রেতাদের উপচে পড়া ভীড়

মাত্র দুই দিনের মধ্যেই চালু হচ্ছে পদ্মা সেতু ট্রেন”যাবে শিবচর থেকে রাজধানী ও ঢাকায়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইম ডেক্সঃ- 

মাদারীপুর জেলার অন্যতম উপজেলা শিবচর। পদ্মা নদীর পাড়ের এই উপজেলাটি নানা কারনে বেশ গুরুত্বপূর্ণ ও পরিচিত।

পদ্মা সেতু এবং এক্সপ্রেস হাইওয়ের কারণে শিবচর সারা দেশের মানুষের কাছে বিশেষ পরিচিতি পায়। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকা শিবচরবাসীর দোর গোড়ায় এখন।এবার যোগাযোগের আরেক দ্বার উন্মোচন হচ্ছে আর মাত্র ২ দিন পর অর্থাৎ আগামী ১০ অক্টোবর শিবচর থেকে সরাসরি রাজধানী ঢাকার রেল চলাচল শুরু হচ্ছে। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এই রেল চলাচল।

এই ট্রেন চালুকে ঘিরে শিবচরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। রেল নির্মাণকাজ থেকে শুরু করে চালু হওয়ার আগ পর্যন্ত শুধু দিন গুণতে থাকা।

সরেজমিনে দেখা গেছে, পদ্মা সেতুর জাজিরা উপজেলার কিছু অংশ পড়েই শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে রেল লাইনটি ফরিদপুরের ভাঙ্গা স্টেশনের সঙ্গে গিয়ে মিশেছে।

এক্সপ্রেসওয়ের পাশ দিয়েই ফসলি জমি, কারো বাড়ির আঙিনার কাছাকাছি দিয়ে সমান্তরালে বয়ে চলেছে রেল পথ। শিবচর উপজেলার মধ্যে রয়েছে পদ্মা ও শিবচর নামের দুটি স্টেশন। মূল সড়ক থেকে স্টেশনে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে প্রশস্ত পথ। আগামী ১০ তারিখ উদ্বোধনকে ঘিরে স্টেশনগুলোতে রয়েছে বাড়তি নিরাপত্তা। করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা।

রেললাইন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রতিদিনই ট্রেস চলে এখানে। ট্রেনের সাইরেন শুনলে চমকিত হই! ভাবি, বাড়ির কাছ থেকে ট্রেনে চড়ে ঢাকা যেতে পারবো। আবার উত্তরাঞ্চলের জেলাতেও যেতে পারবো। বিশেষ করে ঢাকা যাওয়ার ক্ষেত্রে এই এলাকার মানুষের অর্থনৈতিক সাশ্রয় হবে। যানজট এড়িয়ে নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবে। ‘

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলসংযোগ প্রকল্পের রেলপথে ৩২টি কালভার্ট, ৩৭টি আন্ডারপাস, ১৩টি রেল সেতু রয়েছে।

ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ দশমিক ২ কিলোমিটার রেলপথে পাথরবিহীন রেলপথ রয়েছে ১৩ দশমিক ৩ কিলোমিটার ও ২৮ দশমিক ৯ কিলোমিটার রয়েছে পাথরযুক্ত। এই রেলপথে ১টি জংশন ও ৪টি স্টেশন রয়েছে।

শিবচরের পদ্মা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা মো. হায়দার আলী বলেন, বাড়ির কাছ থেকে ট্রেনে চড়ে ঢাকা যাব। ভাবতেই অন্য রকম থ্রিল লাগছে। পদ্মা সেতুর পর এই রেল সংযোগ আমাদের জন্য আরেক আশির্বাদ। পদ্মা সেতু চালুর পর সহজেই আমরা ঢাকা যেতে পারছি। তবে ঢাকার প্রবেশমুখে যানজটে পড়তে হয়। ট্রেন চালু হলে যানজটের কোনো ভোগান্তি থাকছে না। আরাম করে ঢাকা যাওয়া-আসা করতে পারবো আমরা। ‘

স্থানীয় ব্যবসায়ী মোঃ কামাল হোসেন বলেন, অপেক্ষার অবসান হচ্ছে খুব শিগগিরই। ট্রেন চালু হলে এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের নানা ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। যোগাযোগ সহজ হয়ে উঠলে উন্নয়নের গতিও বাড়বে। ট্রেন এবং এখানকার স্টেশনকে কেন্দ্র করে নতুন কর্মসংস্থান তৈরি হবে এই অঞ্চলের মানুষের। ‘

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com