মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।মাদারীপুর জেলার সদর থানার কুনিয়া ইউনিয়নের, দক্ষিন পাড়া, কুনিয়া হাটে বাইতুন নাজাত জামে মসজিদের সামনে থেকে ৫০০গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ (২৫ আগস্ট)২০২৩ ইং তারিখ রাত্র অনুমানিক ৯.১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানার কুনিয়া ইউনিয়নের দক্ষিন পাড়া কুনিয়া হাট এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের সামনে ফাঁকা জায়গা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হাবিব শেখ নামের একজনকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামী মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের কারবাসা গ্রামের মোঃ মোস্তফা শেখের ছেলে মোঃ হাবিব শেখ (৪২) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আটককৃত মাদক ব্যবসায়ী হাবিব শেখ মাদারীপুর সদর থানাধীন কুনিয়া এলাকার দক্ষিন পাড়া গ্রামের লাকেন তস্তার বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।