
আতাউর রহমান চঞ্চলঃ- আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ।প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নসহ নির্বাচনকে ভোটার কেন্দ্রিক করার লক্ষে নেতাকর্মীদেরকে বিশেষভাবে দিকনির্দেশনায় দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনাসহ বরিশাল ১-আসনে সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’কে বিজয়ের লক্ষ্যে বক্তব্য রাখেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীদলীয় বিএনপি জামায়তের অপপ্রচারসহ দেশবিদেশী ষড়যন্ত্র, দেশব্যাপী জ্বালাও পোড়াও আওয়ামী নেতাকর্মীদের উপর হামলার প্রতিরোধে দলের সকল স্তরের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে ঐসকল গুজব, হামলা, জ্বালাও পোড়াও প্রতিরোধ করতে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি থাকার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজিহার ইউনিয়নের চেংঙ্গটিয়া বাজার ঈদগাঁ ময়দান প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.আতিয়ার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাশাইল শহিদ সুকান্ত বাবু কলেজের সভাপতি মতিউর রহমান হাওলাদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মুরাদ শিকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, জি এম ফারুক হাওলাদার।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবলীগ সদস্য শামীম তালুকদার,আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.রিমন তালুকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.ইদ্রিস কাজী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল বালা, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নারায়ণ হালদা, সাধারণ সম্পাদক মো.মিন্টু হাওলাদার,আওয়ামী নেতা মো.সুরুজ কাজী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বিএম খোকন, আওয়ামী লীগ নেতা মো.ফারুক মৃধা,ছাত্রলীগ নেতা হিমেল তালুকদার, নাদিম তালুকদার, মো.ইসমাইল সরদার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।