মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাজদিখান উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৪। আর এ নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী হয়েছেন ভন্ড কবিরাজ নামে খ্যাত শাহ জালাল। অভিযোগ রয়েছে, উপজেলার রশুনিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ভন্ড কবিরাজ শাহজালাল ওরফে পান কবিরাজের খপ্পরে পরে প্রতারিত হয়েছেন সিরাজদিখান উপজেলাসহ মুন্সিগঞ্জ জেলার হাজারো মানুষ।
এছাড়া বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিসহ ইসলাম ধর্মালম্বী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরিফ ছুড়ে ফেলে অবমাননার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রতারক ও ভন্ড কবিরাজ শাহ জালাল রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য প্রার্থী হওয়ার স্থানীয় এলাকাবাসীসহ স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
একজন ভন্ড প্রতারক সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য প্রার্থী হয় কি করে সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন বিদ্যালয়টির অভিভাবকসহ সুশীল সমাজের সচেতন নাগরিকরাও।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রশুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য প্রার্থী হয়েছেন ভন্ড কবিরাজ নামে খ্যাত শাহ জালাল। ভন্ড কবিরাজ শাহ জালাল অভিভাবক সদস্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণাও চালাচ্ছেন বেশ জোড়ালো ভাবেই। একসময়ের পল্লী বিদ্যুতের লাইনম্যান থেকে কবিরাজ বনে যাওয়া শাহ জালাল ২০১০ সাল স্বপ্নে অলৌকিক আশীর্বাদ পেয়েছেন বলে তার কিছু দালালদের দিয়ে এলাকায় প্রচারনা চালাতেন। কবিরাজীর নামে আস্তানা গড়ে তোলার পর সেখানে চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে হাজারো মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সেই সাথে তার আস্তনায় গড়ে তোলেন নারীদের নিয়ে অসামাজিক কর্মকান্ড ও মাদকের আড্ডা। ক্ষমতাসীন দলের স্থানীয় কতিপয় উঠতি নেতাদের নিয়মিত মাসওয়ারা দিয়ে ভন্ড কবিরাজী কর্মকান্ড পরিচালনা করতেন মর্মে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।
২০২৩ সালে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিসহ পবিত্র কোরআন শরিফ ছুড়ে ফেলে অবমাননা ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভন্ড কবিরাজ শাহ জালালের কবিরাজী আস্তানা ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
ভন্ড কবিরাজ শাহজালালের ভন্ড কবিরাজী নিয়ে একাধিক পত্র পত্রিকায় সংবাদও প্রকাশ হওয়াসহ রশুনিয়া ইউনিয়ন পরিষদ ও সিরাজদিখান থানায় একাধিক প্রতারণার অভিযোগ থাকার বিষয়টি সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের প্রতিনিধিত্ব করার জন্য কোন ভন্ড কবিরাজকে নয় বরং সৎ কোন ব্যক্তিকেই বেছে নেওয়ার আহবান জানান ইউনিয়নটির সাধারণ মানুষ।
স্থানীয়রা জানায়, বর্তমানে পান কবীরাজ শাহ জালাল রাজনৈতিক সিনিয়র নেতাদের ছত্রছায়ায় লোক দেখানো দান দক্ষিনা করে নিজেকে সৎ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অভিভাবক সদস্য প্রার্থী হয়েছে।
এ ব্যপারে জানতে বার বার শাহ জালালের মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেন নি। ক্ষুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোন উত্তর দেন নি।