উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
২২ অক্টোবর রবিবার সকাল থেকে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী নিয়ে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পুজা উৎযাপন কমিটির সভাপতি অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দীন,শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝী, সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।