রাজশাহী উপজেলা প্রতিনিধি, মোছা সাহানা খাতুনঃ-ডিজিটাল বাংলাদেশের স্বন্প বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর।জ্ঞানভিওিক সমাজ গঠন তথা জ্ঞানভিওিক অর্থনীতি এই সময়ের একটি আলোচিত বিষয়। জ্ঞানভিওিক অর্থনীতে শুধু কায়িক বা শারীরিক পরিশ্রমের চেয়ে মেধা বা জ্ঞানের ব্যবহার বেশি প্রয়োগ করতে হবে।জ্ঞাননির্ভর অর্থনীতে অনেক বেশি প্রবৃদ্ধি সম্ভব। এটা বলা ব্যহুল্য যে, একাবিংশ শতাব্দীর এই পৃথিবীতে মাথা উচু করে বিশ্বে দাড়াতে চাইলে জ্ঞানভিওিক সমাজ গঠণ করা অত্যান্ত জরুরী যার কোনো বিকল্প নেনেই অর্থনৈতিক ক্ষেত্রে।
বাংলাদেশের মতো একটি জনবহুল দেশের জন্য এটি খবুই গুরুত্বপূর্ণ বিষয়।কেননা একটি দেশের ভাগ্য চাকা পরিবর্তন করার লক্ষ্যে জ্ঞানের ভিওিতেই কেবল এই বিপুল জণগোষ্ঠীকে একটি উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব।
ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তা আসলে জ্ঞানভিওিক সমাজ গঠনের রূপকাল্প।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উওারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি _যা বতর্মান সরকারের সঠিক পদক্ষেপ, নীতি ও কৌশলের ফলে সম্ভব।