মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর–
মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারদের আয়োজনে শ্রদ্ধা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৮ আগস্ট) শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পরে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের চৌরাস্তায় বীর মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে বালুর মাঠে
মুক্তিযোদ্ধা সন্তান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর হারুন অর রশিদ এর সুযোগ্য সন্তান মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ,
এছাড়াও উপস্থিত ছিলেন, গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কালাচাঁন সরদার, কাজীবাকাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রব হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান তালুকদার, নবগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাদাদার বিশ্বাস।
আরোও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোকসেদ বেপারী, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন, হাবিবুর রহমান মোল্লা, হারুন অর রশিদ, আঃ হাই, সৈয়দ আনোয়ার হোসেন,মন্তষ সরকার সহ প্রায় এক শতাধিক বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান আয়োজক ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ,
অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আবু তালেব ঘরামীর সন্তান মোঃ মামুন ঘরামী, বীরমুক্তিযোদ্ধা আঃ রহিম মিয়ার ছেলে,মনজুর এলাহী, সৈয়দ আব্দুল মতিন মিয়ার ছেলে সৈয়দ মাহমুদ, কাজীবাকাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা মৃত্যু বাদশা হাওলাদারের ছেলে মোঃ বিপ্লব হাওলাদার ও সুমন হাওলাদার সহ এক শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার বলেন,১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিশংস হত্যাকান্ডের ইতিহাস বলতে গিয়ে অঝরে কেঁদে উঠলেন বীরমুক্তিযোদ্ধা হাকিম তালুকদার।
এসময় শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেন মুক্তিযুদ্ধা ও তাদের পরিবারবর্গ।
সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদে আত্নার মাকফেরাত কামনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা গোলাম মাওলা তালুকদার।