আতাউর রহমান চঞ্চলঃ- গৌরনদী (বরিশাল) বরিশাল জেলার গৌরনদী উপজেলায় এক সংখ্যালঘু ব্যবসায়ীকে দোকান থেকে বাসায় ডেকে নিয়ে মারধর ও রড় দিয়ে মাথা ফাটিয়ে ত্রিশ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর মন্দির পট্টি’র মুদিদোকানি ৫০ বছর বয়সি ননি গোপাল পালের সাথে। তিনি সুন্দরদী ব্যাকিনগর এলাকার মৃত রসোরাজ পালের পুত্র।
গৌরনদী মডেল থানায় অভিযুক্ত শিকদার শফিকুর রহমান রেজাউলের বিরুদ্ধে মামলা করতে সাহস পাচ্ছেন না মারধরের শিকার ননি গোপাল পাল ও তার স্বজনসহ প্রায়
১ থেকে দেড় শত পরিবার। থানা থেকে ২৯ জুলাইর রাত সাড়ে ১২ দিকে অজানা কারনে ফিরে আসেন মামলা না করেই। তবে ভীতিকর অবস্থা ও আতঙ্ক ছড়িয়ে পরেছে টরকী বন্দর ব্যবসায়দের মনে। এর কিছুদিন পূর্বে টরকী বন্দরের এক ব্যবসায়ীর দোকানে তালা ও অন্য এক ব্যবসায়ীকে মারধর করে ছিলেন শিকদার শফিকুর রহমান রেজাউল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারধরের শিকার হয়ার পর চিকিৎসাধীন অবস্তায় হাসপাতালে বসে রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের জানান ২৯ জুলাই সোমবার বিকাল সাড়ে পাচ টার দিকে শফিকুর রহামন রেজাউল সিকদার তার টরকী বন্দর বাসায় ডেকে নিয়ে একটি চিলে কোঠার পাশে বসে গোডাউন ভাড়ার টাকা দিতে বলেন ব্যবসায়ী ননি গোপালকে।তখন ননি গোপাল পাল বলেন যে আমি টরকী বন্দর মন্দির কমিটির কাছ
থেকে গোডাউন ঘর ভাড়া নিয়েছি। আপনাকে কেন ঘর ভাড়ার টাকা দিবো। এ কথা বলায় ক্ষিপ্তহন শিকদার শফিকুর রহমান রেজাউল তিনি বলেন ওই গোডাউন ঘর আমার এখন থেকে টাকা আমাকে দিতে হবে। এক
পর্যায়ে টাকা দিতে রাজি না হলে ননি গোপাল পালকে লোহার রড় মারধর করেন এবং ননি গোপাল আটকে রাখেন। আটকের খবর পেয়ে আহত ননি গোপালকে পরে ৩০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নেন তার স্বজনারা। আহত
ব্যবসায়ী ননি গোপাল পাল অভিযোগ করে বলেন আমার মাথার পিঁছনে ৬টি সেলাই লেগেছে এবং বাম পায়ে হাটুর নিচেঁ একটি সেশাই লেগেছে। ব্যবসায়ী ননি গোপাল পালকে মারধর ও টাকা নেয়ার বিষয় অভিযুক্ত শিকদার
শফিকুর রহমান রেজাউল এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ননি গোপাল পাল যে গোডাউন ভাড়া নিয়েছে সেটা আমার ক্রয় করা সম্পত্তি। আমি তাকে কোন মারধর করিনি এবং কোন টাকাও নেইনি তিনি আমাকে দেখে দৌড়ে পালানোর সময় আমার বাসা নির্মাণ সামগ্রীর সাথে হয় তো ধাকা লেগেছে।
এবিষয় বরিশালের গৌরনদী অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি বলেন গৌরনদী থানার ওসি আমাকে ফোনে জানান যে, এক ব্যবসায়ীকে মারধর করেন পরে আমি মামলা নেয়ার জন্য বলি তবে কেন? আহত ব্যবসায়ী মামলা না করে থানা থেকে চলে গেলেন তা আমার ক্ষতি দেখব।