স্টাফ রিপোর্টার,এ,এস,মামুনঃ- বরিশালের গৌরনদী উপজলো সদররে টিএন্ডটি র্মার্কেটের মেসার্স চায়না অটো র্পার্টসের দোকানের তালা ভেঙ্গে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র্দুর্ধষ চুরি সংঘটিত হয়ছে।
দোকান মালিক জানান দোকান থাকা ১৫ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়েগেছে।দোকান মালিক মোঃ নাসরুল ইসলাম আরোও বলেন –
বৃহস্পতিবার রাত ৮টার আমি আমার র্পাটসের দোকানটি বন্ধ করে বাসায় যাই। শুক্রবার সকাল ৯টারদিকে দোকান খুলতে এসে দেখি দোকানরে তালা ভাঙ্গা,
কেচি গেট ও শাটার খোলা। এরপর দোকানের ভিতরে ঢুকে দেথি দোকানের অধিকাংশ মালামাল নেই। চোরের দল দোকানে থাকা দামি র্পাটস ও দামি ব্যাটারসিহ প্রায় ১৫ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় দোকানে থাকা আইপিএস এবং আইপএিস এর ব্যাটারি ও খুলে নিয়ে গেছে।চুরির ঘটনার সত্যতা শ্চিত করে গৌরনদী মডলে থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন,
ঘটনা জানতে পেরে থানা পুলিশের একটি টমে তাতক্ষনিক ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণরে প্রস্তুতি চলছ।