মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির সদস্যদের নিয়ে এস ও ডি’র আলোকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ডাসার উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা-কমিনিশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- মোঃ আশরাফুজ্জামান-ডাসার পল্লিবিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম,ডাসার থানা এস আই শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাতুব্বার,বালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খান,কাজীবাকাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার,ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের প্রভাষক মাসুদুর রহমান।
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন,ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্য, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অতিথিরা দুর্যোগের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের বিভিন্ন বিষয় তুলে ধরে মৌলিক প্রশিক্ষণে কথা বলেন।
প্রধান অতিথি বলেন, দেশের যে কোন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগনের সাথে থেকে সকল দুর্যোগে এগিয়ে আসবেন।