সাগর কুমার বাড়ই, খুলনাঃ- ১৪ ই জুলাই ~২০২৪ ইংরেজি রবিবার খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে সামাজিক নাটক অন্ধকার থেকে আলোর পথে ‘ নাটকের শুভ মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাহাবুদ্দিন বদিরের চিত্রনাট্য ও পরিচালনায় আশরাফুল আলম রাজুর নিবেদিত তেরখাদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব আবুল হাসান মুসাল্লীর প্রযোজনায় উপজেলার অর্জুনা বলর্দ্ধনা সর্বজনীন দুর্গা মন্দির কমপ্লেক্সে অন্ধকার থেকে আলোর পথে নাটকের আনুষ্ঠানিক ভাবে শুভ মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
সাহাবুদ্দিন বদিরের পরিচালনায় অন্ধকার থেকে আলোর পথে নাটকের প্রধান চরিত্রের অভিনয় করেন মো: হামিদ মোল্লা ও জনপ্রিয় অভিনেত্রী উর্মি ।
তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের অসংগতি গুলো বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে ।
নাটকের শুভ মুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ্ব আবুল হাসান মুসাল্লী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ , নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লা বাবু , নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথী ( শিক্ষকা ) , ঢাকা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাসভাপতি ফজলে রাব্বি বাঁধন , সরদার মঞ্জুর হোসেন,
সহ আরো অনেকে ।
তেরখাদা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সকল কলা কৌশলী বৃন্দ ও নাটকের প্রধান চরিত্রের অভিনয় ব্যক্তিক্ত হামিদ মোল্লার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ দিন প্রতিক্ষার পর ৭ ই জুলাই সন্ধ্যা সাত টার দিকে আনুষ্ঠানিক ভাবে সামাজিক নাটক “”অন্ধকার থেকে আলোর পথে “” শুভ মুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
অন্ধকার থেকে আলোর পথে নাটকটি সমাজের বাস্তব চিত্র গুলো তুলে ধরেছেন চিত্র নাট্য ও পরিচালক সাহাবুদ্দিন বদির ।
গরীব অসহায় কন্যা দায়গ্রস্থ পিতা কন্যাকে বিবাহ পরবর্তী সময়ে নারী নির্যাতনের মতো ঘৃণ্য ঘটনার শিকার হতে হয় ।
নানা ধরনের কুসংস্কার , শিক্ষার আলো থেকে বঞ্চিত গ্রাম্য সমাজের মানুষেরা , যা “” অন্ধকার থেকে আলোর পথে “” নাটকে স্থান করে নিয়েছে ।
নাটকের পরিচালক বলেন , একটি নাটক করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয় ।
সমাজের বিত্তবান ব্যক্তি মহোদয় যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ৭১ এর বাস্তব চিত্র গুলো তুলে ধরে নাটক তৈরি করা সম্ভব ।
তাছাড়া বর্তমান সময়ে গ্রাম বাংলার অতি বাস্তব জীবনের চিত্র নাটকের মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে ।
যা দেখে মানব সভ্যতার পরিবর্তন হবে বলে পরিচালক মহোদয় মনে করেন ।
অন্ধকার থেকে আলোর পথে নাটকের প্রযোজক ও উপজেলার চেয়ারম্যান বলেন সমাজের অসংগতির চিত্র গুলো তুলে ধরে আরো নাটক তৈরি করার আহ্বান জানান।
তিনি তেরখাদা বঙ্গ বন্ধু সাংস্কৃতিক জোটের এধরণের পদক্ষেপ নেওয়া সাধুবাদ জানান ।
তিনি আরো বলেন, আমি সব সময় ভালো কাজের জন্য আপনাদের পাশে থেকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিবো ।