1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাল্য বিবাহের তৎপরতা বৃদ্ধি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৮:০৫|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার মাদারীপুরের ডাসারে আলিফ অটো রাইস মিলে চাল উৎপাদন পরবর্তীতে বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে বিশ হাজার টাকা জরিমানা মাদারীপুরে উনিশ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেল মোতালেব পুস্তি মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ডাসারে কৃষক দল নেতার দের শতাধিক ফলের গাছ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন আওয়ামীলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত মাদারীপুরের শিবচরে ফেইসবুকে নিউজ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বাল্য বিবাহের তৎপরতা বৃদ্ধি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই,খুলনাঃ- সম্প্রতি খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে বাল্য বিবাহের প্রবনতা বেড়েই চলেছে।অতি প্রচীন কাল থেকেই সনাতন ধর্মালম্বীদের মাঝে অতি মাত্রায় বাল্য বিবাহের প্রচলন ছিলো।

কালের বিবর্তনে নানা কুসংস্কার ও অপসংস্কৃতি দুর করে বাল্য বিবাহ রোধ কিছুটা পরিবর্তন হয় ।

এমনকি প্রচীন কাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের ফলে বিধবা বিবাহ পদ্ধতি চালু হাওয়ায় নানা ধরনের কুসংস্কার থেকে পরিত্রাণ পেল সনাতন সমাজ ।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মমতা ময়ী মাতা শেখ হাসিনার কঠোর পদক্ষেপ গ্রহনের ফলে সনাতন ধর্মালম্বীদের মাঝে বাল্য বিবাহ রোধ হলেও তেরখাদা উপজেলায় বিগত কয়েক বছর পূর্বে থেকেই প্রভাব শালী নেতা ও গ্রাম্য মাতব্বর গনের সমর্থনে গ্রাম্য বাল্য বিবাহ আবারও এক ধাঁপ বৃদ্ধি পেয়ে প্রাচীন যুগের ঐতিহ্য বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পায় ।

তবে সনাতন ধর্মাবলম্বীদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের কারণে গোপনে গোপনে নাবালক/ নাবালিকাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছে ঘুনেধরা হিন্দু সমাজ ।

মাঝে মধ্যে দেখা যায় , গরীব অসহায় পিতার প্রাথমিক বিদ্যালয়ে / মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া নাবালিকাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার ঘৃণ্য ঘটনা ঘটছে ।

থানা প্রশাসন কে ফাঁকি দিয়ে অহরহ বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে ।

এই অপরাধ মূলক বাল্য বিবাহে খুলনা জেলার রূপসা ও তেরখাদা উপজেলার বিভিন্ন হিন্দু গ্রাম গুলোতে গোপনে ঘুরে দেখা যায় , বাল্য বিবাহের প্রবণতা বৃদ্ধি পেয়েছে ।

এক প্রতিবেদনে দেখা যায়, তেরখাদা থানা কমপ্লেক্সে মানবতার সেবক ন্যায় পরায়ণ মো: জহুরুল আলম যোগদানের পর কঠোর হস্তে বাল্য বিবাহ প্রতিরোধ করেন ।

তেরখাদা থানা নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম দীর্ঘ ২৬ মাস তেরখাদায় অবস্থান কালে বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার বিভিন্ন গ্রামে গোপন সুত্রে অভিযান চালিয়ে বাল্য বিবাহ নিয়ন্ত্রন করতে সক্ষমতা অর্জন করেন ।

তেরখাদা থানা নির্বাহী কর্মকর্তা জহুরুল আলমের বিদায়ের পর থেকে আবার ও শুরু হয় বাল্য বিবাহের রঙ্গ মন্ঞ্চ ।

এক সমীক্ষায় দেখা যায়, গরীব পিতার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া থেকে অষ্ঠম শ্রেনীতে পড়ুয়া নাবালিকা কন্যাকে নিজ গ্রাম থেকে দুরে অন্য কোন গ্রামে গিয়ে গভীর জঙ্গল মাঝে নাবালক / নাবালিকাদের সিঁথীতে রক্ত রাঙ্গা সিঁদুর ও মালা বদলের মাধ্যমে বিবাহ আবদ্ধ করা হচ্ছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি একটি চিত্রে দেখা যায় , রূপসা উপজেলায় ৫ নং ঘাটভোগ ইউনিয়নে একজন মায়ের সাত বার বিবাহ করার ঘটনা সহ তাঁর নাবালিকা কন্যাক গোপনে তিন বার বিবাহ করানো মধ্যে শেষ বিবাহ কোর্ট ম্যারেজের মাধ্যমে করানো হয়েছে ।
যাহা দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, ঐ মা কে মোট সাত থেকে বার বিবাহ বন্ধনে আবদ্ধ করেনো হয় ।এ যেন বিবাহ বন্ধনে আবদ্ধ করার একটি ব্যবসা প্রতিষ্ঠান।

আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ গ্রহন করা সত্বে ও আনাচে কানাচে , বনজঙ্গল , পানের বরাজে ও বাঁশ বাগানে এমন কি নৌকা যোগে বিশাল বিলের মাঝ খানে গিয়ে পাত্র পাত্রীর আত্মীয় স্বজনের সহযোগীতায় মধুর মিলন ( বিবাহ বন্ধনে আবদ্ধ ) করানো হয়।

নাবালক/ নাবালিকাদের বাল্য বিবাহ দিয়ে দেশ জাতি ও সমাজের ক্ষতি সাধন করছে এক শ্রেনীর কুচক্রী অভিজ্ঞ মহল এযেন শুভঙ্করের চরম ফাঁকি।এই ফাঁকি দিতে গিয়ে তাঁদের কাঁধে তুলে দিচ্ছে বাঁশের বোঝা ।আর এরই ফলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে অহরহ ।

খুলনা জেলার তেরখাদা প্রেসক্লাবের সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল,জাতীয় দৈনিক ইত্তেফাক ও NEWS 24 চ্যানেলের তেরখাদা প্রতিনিধি সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মার নেতৃত্বে একটি টিম গোপনে বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে সরেজমিন তদন্ত দেখেন যে স্কুল পড়ুয়া নাবালিকার পরিজন নাবালিকা কন্যা কে পাশের কোন উপজেলার কোন এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করে রাতের অন্ধকারে বাল্য বিবাহ দিয়ে অন্য কোন গ্রামে গিয়ে অবস্থান করছে ।

তদন্তের মাধ্যমে আরো দেখা যায়, তেরখাদা উপজেলা, রূপসা উপজেলা সহ বাগেরহাটের জেলার মোল্লাহাট উপজেলা,ফকির হাট উপজেলা ছাড়াও নড়াইল জেলার কালিয়া উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে গরীব পিতা মাতার অবয়স্ক প্রাপ্ত কন্যা কে বাল্য বিবাহে আবদ্ধ করানো হচ্ছে । যা দণ্ডনীয় অপরাধ।

প্রসাশনের চোখে ধুলো দিয়ে সম্প্রতি আবারও তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাল্য বিবাহের প্রবণতা বেড়েই চলছে ।

তদন্তে আরো দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বাল্য বিবাহের স্থান হলো মন্দির,জঙ্গল অথবা জন শুন্য স্থান নৌকা করে বিলের মাঝ খানে ।তাছাড়া বিবাহ স্থান হলো এক উপজেলা থেকে অন্য উপজেলা যেমন তেরখাদা থেকে কালিয়া,তেরখাদা থেকে রূপসা,মোল্লাহাট ও ফকির হাট উপজেলা ।

জনসাধারণের ধারণ যে বাল্য বিবাহ সংঘটিত পরবর্তী সময়ে প্রশাসনের কঠোর হস্ত ক্ষেপে নাবালক- নাবালিকা সহ তার অভিভাবক দের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা, কঠোর ব্যবস্থা গ্রহণ করলে এই বাল্য বিবাহের অপরাধ প্রবণতা সমাজ থেকে দুর হবে বলে জনসাধারণের ধারণা ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com