তেরখাদা প্রতিনিধিঃ-খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দারিদ্র বিমোচনের পাশাপাশি দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার লক্ষ্যে প্রান্তিক গ্রামীণ ও অভাবগ্রস্থ মানুষকে মাসিক ভাতার ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস পরিশ্রম করে দেশকে একটি দৃঢ় অবস্থানে দাঁড় করিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সামাজিক বেষ্টনীর আওতায় ভাতার সংখ্যা ব্যাপক হারে সম্প্রসারণ করছে।
তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ১ কোটিরও বেশি অস্বচ্ছল মানুষ এখন ভাতা পাচ্ছে।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়নের চাকা সচল রাখায় দেশের মানুষ আজ একটি স্বর্ণযুগ অতিক্রম করছে।
তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়।
শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত হয়েছে। তিনি বলেন , বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্য শিক্ষা কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন এবং দেশের বেকার জনগণের কর্মসংস্থান সৃষ্টি সহ প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করেছে।
তিনি ১৪ অক্টোবর ২০২৩ সকাল সাড়ে ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয়,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে বর্তমান সরকার গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সকল ধরনের ভাতা ভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
উপজেলা সরকারি কমিশনার( ভূমি) সুমাইয়া সুলতানা এ্যানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, অধ্যক্ষ ফ ম সালাম , সেনহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়া গাজী , উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা খাদ্য পরিদর্শক ও খাদ্য কদমের কর্ম ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম রকিব উল হাসান , বিদ্যুতের এজিএম বিদ্যুৎ মল্লিক , বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , আওয়ামী লীগ নেতা মোঃ নওয়াব টিপু , জনাব আলী শেখ , শেখ রাজামিয়া , মোল্লা জিয়াউর রহমান , তবিবুর রহমান , উজ্জ্বল শেখ , আনিসুল হক , খাঁন ফারহাদুজ্জামান সুমন , জিল্লুর রহমান নান্নু , এস এম নাজমুল ইসলাম , শেখ হোসাইন আহমেদ ও শেখ আনারুল ইসলাম।
অনুষ্ঠানে এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।পরে তিনি তেরখাদা উপজেলার হাড়িখালী আর এন্ড পাতলা হাট সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন ছিলেন।