নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ- খুলনা জেলার রূপসা থানা পুলিশের অভিযানে ৬ ই জুলাই ~ ২০২৪ খ্রিঃ শনিবার খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), এর দিক নির্দেশনায় রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক এর উপস্থিতিতে এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আইচগাতি ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে রাজাপুর এলাকা হইতে মাদক সম্রাট মেহেদী হাসান (২৭), পিতা-কবির হাওলাদার, মাতা-সবুর জান,স্থায়ী: গ্রাম- জাংগালিয়া, উপজেলা/থানা- কাঁঠালিয়া, জেলা -ঝালকাঠি,বাংলাদেশ: বর্তমান- গ্রাম-মিলকি দেয়াড়া (মাসুমের বাড়ির ভাড়াটিয়া) উপজেলা/থানা- রূপসা, জেলা -খুলনাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে মাদকের মোট ২ মামলা রয়েছে এবং মিলকি দেয়াড়া এলাকা হইতে মাদক সম্রাট মোঃ মালেক শেখ (২৫) পিতা-মৃত মান্নান শেখ,মাতা-পারুল বেগম, স্থায়ী: গ্রাম- রাজাপুর, উপজেলা/থানা- রূপসা,জেলা -খুলনা ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।