সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীর বাগমারায় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাতটার দিকে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে এ ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন নিয়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাগমারার ভবানীগঞ্জ গোডাউন মোড়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর উভয়ক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, সর্বহারা ক্যাডার আর্ট বাবুর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন ক্যাডার এলাকায় এলাকায় গিয়ে তান্ডব চালাচ্ছে। তারা আমার গোডাউন মোড়ে সমর্থক মিঠুর একটি দোকান ভাংচুর করেছে।
এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে আমার লোকজন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি এনামুল হকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন ভবানিগঞ্জ পৌরসভার কাউন্সিলর এরশাদকে মারপিট করার চেষ্টা করে। এ নিয়ে সংঘর্ষ বাধে।
এসময় কালামের লোকজনের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলীসহ কয়েকজন সামান্য আহত হেয়ছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, এই উভয়পেক্ষর মধ্যে সামান্য হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ার খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।