নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইম ডটকম মাদারীপুর।মাদারীপু্র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগ কালে সরকারের বিভিন্ন পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, HPV টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিত করণ, নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে জনসচেনতা সৃস্টি, মাদক ও সন্ত্রাস, বাল্যবিবাহসহ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন-২০৪১ এর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ইস্যু বিষয়ে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ১২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ বিকাল ৩.০০ টায় মাদারীপুর সদর উপজেলার কাজীবাড়ী শাহ মাদার নারী উন্নয়ন সংস্থায় একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ বেনজীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ খলিলুর রহমান খান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), মাদারীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েল মিয়া, নিরাপদ খাদ্য কর্মকর্তা, মাদারীপুর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুল হাসান, প্রোগ্রাম অফিসার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো , মাদারীপুর।
অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক ও সন্ত্রাস, বাল্য বিবাহ সহ, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস, ভিশন-২০৪১, তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার, HPV টিকাদান কর্মসূচি সম্পর্কে অবহিত করণ, নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে জনসচেনতা সৃস্টি, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার নেতৃত্ব দানকারী স্থানীয় মহিলা সহ অন্যান্য মহিলারা উপস্থিত ছিলেন।