মাদারীপুর প্রতিনিধিঃ মোঃ বেলায়েত হোসেনঃ-মাদারীপুরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ঈদগা মাঠে গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান,মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান,মাদারীপুর জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদারসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মৎসজীবী লীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।