মতলব উত্তরের ব্যুরো প্রধানঃ-মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামে প্রতিপক্ষের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে পাঁচটি পরিবার। বসত বাড়ির মাঝখানে বাঁশের বেড়া বসিয়েছে প্রতিপক্ষের লোকজন।
গত ১৮ অক্টোবর বুধবার সকাল লামচরী গ্রামের বোরহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ থাকা নজরুল, নুরু দেওয়ান, কবির দেওয়ান, বিল্লাল দেওয়ান এবং বোরহান মিয়ার পরিবারগুলো মানবতর জীবন যাপন করছে।