আতাউর রহমান চঞ্চল,প্রতিদিনের ক্রাইম ডেক্স, বরিশালঃ- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বরিশাল জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল বুধবার মাসিক সমন্বয় সভা শেষে আগৈলঝাড়া প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিক্ষক শাহ আলমকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
বরিশাল জেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ, শিক্ষক আব্দুল মান্নানসহ উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বারপাইকা হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সমদ্দারসহ প্রমুখ।