1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কঠোর পরিশ্রম করছেন ~ এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৯|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে আলিফ অটো রাইস মিলে চাল উৎপাদন পরবর্তীতে বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে বিশ হাজার টাকা জরিমানা মাদারীপুরে উনিশ বছর পরে ক্রয়কৃত সম্পত্তি ফিরে পেল মোতালেব পুস্তি মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ। ডাসারে কৃষক দল নেতার দের শতাধিক ফলের গাছ কালবৈশাখী ঝরে লন্ডভন্ড মাদারীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরখাদায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রবিউল হোসেন আওয়ামীলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে রানীশংকৈল থানা পুলিশ আগৈলঝাড়ায় র‌্যাবের ওপর হামলা,পাল্টাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত মাদারীপুরের শিবচরে ফেইসবুকে নিউজ করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা পারভেজ হত্যার বিচারের দাবিতে আগৈলঝাড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে কঠোর পরিশ্রম করছেন ~ এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ- খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের হাল ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে বিধ্বস্ত বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে একটি উন্নয়ন ও উৎপাদনমুখী বাংলাদেশে রূপান্তরিত করেছেন।

তিনি বলেন , বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করে দেশের গরীব অসহায় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছেন।

অসহায় ও গরীব কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গরিব অসহায় দুঃস্থদের মাঝে চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতা প্রদান করে গরিবের মুখে হাসি ফুটাচ্ছেন।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধি অর্জনে নিরলস কাজ করেছিলেন।

তিনি বলেন , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবদ্দশায় যা কিছু করেছেন সবই দেশ এবং দেশের মানুষের জন্য।

তিনি বলেন , বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটা জনপদে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছেন।

তিনি বলেন , দেশের মানুষ এখন একটি স্বর্ণযুগ অতিক্রম করছে। তিনি বলেন , শেখ হাসিনা দেশের মানুষের জন্য খাদ্য , বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি দেশকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল করতে সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন , অসহায় ও দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান , উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ ~ ২০২৪ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান , তেরখাদা উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান, তেরখাদা উপজেলা বাসস্ট্যান্ড ন্সংলগ্ন কাটেংগা জি সি ভাইয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন সরকারি কর্ম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট) (অনুর্ধ-১৭) এর উপজেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন তেরখাদা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী।

নির্বাচিত ভাইস চেয়ারম্যান যথাক্রমে এস এম ওবাদুল্লাহ বাবু ও মহিলা চেয়ারম্যান শামীমা আক্তার বিথী , তেরখাদা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম ওয়াহিদুজ্জামান , সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা ও একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বকৃতা করেন ও ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সুজন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এস এম দ্বীন ইসলাম ( সাময়িক দরখাস্তকৃত ) , কৃষ্ণ মেনন রায় , শেখ মোঃ মহসিন ও মোঃ বুলবুল আহমেদ ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , মুক্তিযোদ্ধা , বিভিন্ন কলেজের অধ্যক্ষ , সাংবাদিক , রাজনীতিকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com