মোহাম্মদ উজ্জল শেখ নড়াইল প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় নড়াইলের দু’টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।রোববার (২৬-নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন। দু’টি আসনে এবার আ’লীগ দলীয়
মনোনয়ন সংগ্রহ করেছিলেন মোট ৩৩ জন।
এর মধ্যে ৯৩-নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন-বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং ৯৪-নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক বর্তমান জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।মনোনয়ন পাওয়ার খবরে নড়াইলের দু’টি আসনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস করেন।
অনেক এলাকায় আতসবাজিও ফোটাতে দেখা গেছে।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিজয়ী হলে চতুর্থবারের মতো জাতীয় সংসদ সদস্য হবেন বিএম কবিরুল হক মুক্তি। এ আসনে আ’লীগের মনোনয়ন
ফরম ক্রয় করেন ১১জন।
অন্যদিকে, নড়াইল-২ আসনে এবার বিজয়ী হলে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য হবেন বিন মুর্তজা। এখানে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী
ছিলেন ২২জন।জাতীয় নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে।