সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা।
তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুইজন সদস্য হলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ লতিফ এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ইসমাঈল হোসেন।
সোমবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহেল রানা।
জানা গেছে, উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক ভিজিএফ এর চাল বিতরনের তালিকা প্রস্তুতে মৃত মানুষের নাম, এলাকার বাহিরে ওমান রাষ্ট্রে অবস্থান করা মানুষের নাম ও ভুয়া নাম লিপিবদ্ধ করে সরকারী অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দায়ের করেন ভুক্তোভোগী রফিকুল ইসলাম, মো. আব্দুস সাত্তার (ভুট্টু), মো. আব্দুল আজিজ, মো. শফিকুল ইসলাম। এমন কি মৃত্যু ব্যক্তির নাম দিয়ে ভিজিএফ এর চাউল আত্মসাতের অভিযোগ রয়েছে।
তাঁরা হলেন, মৃত নুরুল ইসলাম নুরাল যার মাস্টার রোল নম্বর- ৪৬৯, মৃত আব্দুল গাফফার যার মাস্টার রোল নম্বর- ৫০৮, মৃত ছবির উদ্দিন যার মাস্টার রোল নম্বর- ৫৯৫, মৃত আছিয়া খাতুন যার মাস্টার রোল নম্বর- ৬৩৬, মৃত আব্দুর রাজ্জাক যার মাস্টার রোল নম্বর- ১১২৮, মৃত শাহনাজ যার মাস্টার রোল নম্বর- ১৭৮৭, মৃত মোজাহার যার মাস্টার রোল নম্বর- ১৮০৩, মৃত ফরিদা যার মাস্টার রোল নম্বর- ১৮৫৫। এ ছাড়াও চককলামুলা গ্রামের এবাদত হোসেনের ছেলে সাব্বির দুই বছর আগে দেশের বাহিরে থাকলেও তিনি এ সুবিধা নিয়েছেন এমনটি তথ্য মিলেছে।
এ দিকে দৃশ্যমান নাই টিআর-কাবিখা ও কাবিটার কোন কাজ। নাম সর্ব্বোস্ব প্রকল্প দিয়ে ৪০ দিনের কর্মসূচির লেবার দ্বারা স্বল্প কিছু মাটি ফেলে প্রকল্পের টাকা আত্মসাত করেছে। ৪০ দিনের কর্মসূচীর টাকা আত্মসাতের উদ্দ্যেশে তাঁর নিজস্ব আত্মীয়-স্বজনের ভূয়া তালিকা করে সুবিধা নিয়েছেন।
আবার আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোজ্জামেল হক মজনু ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হকসহ আরো অনেক ধনী লোকের নাম ব্যবহার করে চেয়ারম্যান প্রকল্পের কোন কাজ না করে হত দরিদ্র কর্মসৃজনের কাজের ব্যাঘাত ঘটিয়ে সরকারের উন্নয়নে বাধাগ্রস্থ করেন বলে স্থানীয় ব্যাপক অভিযোগ রয়েছে। এ তদন্ত কমিটির প্রধান ও তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, আমরা ইতিমধ্যেই তদন্তের কার্যাক্রম শুরু করেছি।