মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইম মাদারীপুরঃ- ডাসারে সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা।
বৃহস্পতিবার (৫ অক্টবার) সকাল ১০ ঘটিকায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
ডাসারে পৃথক পৃথক ভাবে বিশ্ব শিক্ষক দিবস পালনের আয়োজন করেন,সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড,মোঃ শওকত আলী মোল্লা ও ডি কে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকগণ।
পরে সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালি শেষে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন, সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড, মোঃ শওকত আলী মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা,
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন বাবলু, রাষ্ট্র বিজ্ঞান বিভাগীয় প্রধান বিবেক আনন্দ দাশ, সমাজ কর্ম বিভাগীয় প্রধান লাভলী ইয়াসমিন, শিক্ষক সম্পাদক প্রধান-অলিউর রহমান সহ উক্ত কলেজের ৪২ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অধ্যক্ষ ড,মোঃ শওকত আলী মোল্লা বলেন,বিশ্ব শিক্ষক দিবস আজকে আমাদের শিক্ষকদের একটি আনন্দের দিবস, এই দিবসটি বিশ্বের প্রায় ১৫০ টি দেশে পালিত হচ্ছে। এই দিবসটি পালিত শুরু হচ্ছে ভারতের একজন শিক্ষক তার জন্মদিনে শিক্ষার্থীরা জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন তোমরা এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করো সেই থেকে এই দিনটি আমাদের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
তিনি আরো বলেন, শিক্ষক জাতীর মেরুদন্ড, শিক্ষকই পারে জাতিকে বদলাতে, শিক্ষকেই পারে একটি সুন্দর গঠন মূলক জাতি উপহার দিতে,তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের যে মর্যাদা দিয়েছেন তা আমাদের জন্য আনন্দনীয়,দেশে স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন।তারেই ফলশ্রয়ীতে জননেত্রী শেখ হাসিনা কিছু দিনের মধ্যেই ৩৫০ টি কলেজ সরকারী করে দিয়েছেন এবং বেসরকারী কলেজ ও স্কুল গুলোকে নিয়মের মধ্যে নিয়ে শিক্ষকদের বেতন ভাতা বাড়িয়ে দিয়েছেন।