মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবার)সকাল ৯ ঘটিকার সময় ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ করে পরে উপজেলা কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভার সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ডাসার সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড, মোঃ শওকত আলী মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেনের সুযোগ্য ভাগ্নে সৈয়দ সাখাওয়াত হোসেন,
এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল পালোয়ান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক,যুগ্ন সাধারন সম্পাদক আবিদ হাসান, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোসা মিনু বেগম, নবগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য শুশান্ত বৈদ্য ও,ডাসার ইউপি সদস্য মিনাল কান্তি বাড়ৈ,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান,যুগ্ন সাধারন সম্পাদক এমদাদুল হক কাজল, উজ্জ্বল মাতুব্বার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বি এম হানিফ, হামিদ খান রনি,সহ ডাসার উপজেলা পাঁচ ইউনিয়ন গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের একটি শক্তিশালী ইউনিট আমাদের দায়িত্ব একটি শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত করে দেওয়া ও মৃত্যু নিবন্ধন সনদ তালিকায় অন্তর্ভুক্ত করে সকলকে সচেতন করা।
সরকারী শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড, মোঃ শওকত আলী মোল্লা বলেন, নাগরিক অধিকার কি!জন্ম নিবন্ধনের মাধ্যমে আমাদের কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে শিখিয়ে যাচ্ছ।
তিনি আরো বলেন,নিবন্ধনের মাধ্যমে বৃদ্ধ ভাতা,বৃত্তি ও সামাজিক অধিকার থেকে কেউ বঞ্চিত না হয় তা নিশ্চিত করা।