বি এম হানিফ,নিজস্ব প্রতিবাদকঃ-মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির,ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, সাংবাদিক সংগঠন,আশ্রায়ন প্রকল্প, উপজেলা আওয়ামী লীগ, সামাজিক সংগঠন,সহ বিভিন্ন সংগঠনের মাঝে,দুই হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়।
২২ আগস্ট ২০২৩ ইং মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে বৃক্ষ রোপন কর্মসূচী ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,ডাসার উপজেলার আওতাধীন ৫১ টি প্রাথমিক বিদ্যালয় ৯ টি মাধ্যামিক বিদ্যালয়,৮টি মাদ্রাসা মন্দির,৩টি বিশ্ববিদ্যালয় কলেজ,৫টি ইউনিয়ন পরিষদ,৩টি সাংবাদিক সংগঠন, উপজেলা আওয়ামী লীগ ১টি, এবং আশ্রায়ন প্রকল্প ১টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে ফলজ ও বনজ গাছের দুই হাজার চারা বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।