মতলব উত্তর ব্যুরোঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫-প্রার্থী।
এরা হলো- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান,বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মো.মনির হোসেন,বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো.এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ মোল্লা।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও রির্টার্ণিং কর্মকর্তা কামরুল হাসান এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা।