নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ-
বরিশাল জেলার গৌরনদী উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার পুলিশ এক গাঁজা চাষী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আফজাল হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার সুন্দরদী নবীনগর গ্রামে পানের বরজ এর মধ্যে গোপনে গাঁজা গাছ রোপন করে চাষ করছে আবু সাঈদ ঘরামী নামের এক ব্যক্তি।সংবাদটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে থানায় দায়িত্বরত অফিসারদের ঘটনাস্থলে গিয়ে অভিযানের নির্দেশনা করার পর, এসআই মজিবুর, এএসআই,আসাদুল ইসলাম, এএসআই,আমিনুল ইসলাম, এএসআই হুমায়ুন,এএসআই, ইমরান নাজির,সঙ্গীও ফোর্স
সুন্দরদী নবীনগর ঘটনাস্থলে অভিযান চালিয়ে,সুন্দরদী নবীনগর পানের বরজ থেকে ১২ টি গাঁজা গাছসহ গাঁজা চাষী আবু সাঈদ ঘরামিকে আটক করা হয়।