সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ-গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দুই মাস পর অভিযুক্ত স্বামীকে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দুপুরে প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
র্যাব জানায়, পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী হাফিজা আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী মাসুদ রানা। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।আরো জানা যায়, মাসুদ রানা পাঁচ বছর আগে প্রথম স্ত্রীর কথা গোপন রেখে হাফিজা আক্তারকে পারিবারিকভাবে বিবাহ করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ২৭ জুন এ বিষয়ে ঝগড়া হলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। এ ঘটনায় নিহতের বাবা হাসেম সিকদার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টে শারীরিক আঘাত এবং শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। এরপর থেকে মাসুদ রানা পলাতক ছিলেন।