মাদারীপুর প্রতিনিধিঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন কালকিনি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কালকিনি সার্কিট হাউজ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় তিনি বলেন, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন,তাহলে আমি জনগণের পাশে থেকে কাজ করে যাব,জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থাকবো।
সম্প্রতি মাদারীপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা-ভ্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষের সাহায্য-সহযোগিতা এবং অসহায় মানুষদের মাঝে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে সাহায্য-সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।
এসময় কালকিনি উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।