সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- খুলনা- ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন , বাংলাদেশের ভাবমূর্তি ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে ।
আব্দুস সালাম মূর্শেদী বলেন , বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশে একটি চমৎকার পরিবেশ বিরাজ করছে ।
তিনি বলেন , যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তারা দেশ , জাতি ও ধর্মের শত্রু।
তিনি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শীতার কারণে দেশে ঈদ ও পূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি বলেন , আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব সুখে স্বাচ্ছন্দে এবং আনন্দ মুখর পরিবেশে উদযাপন করতে পারে।
সরকারের দূরদর্শী পদক্ষেপের কারণে দেশের সনাতন ধর্মালম্বীদের মানুষ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব ছাড়াও সকল ক্ষেত্রে স্বাধীন ভাবে পথ চলতে পারছে ।
তিনি বলেন , পূজা চলাকালীন সময়ে দেশের প্রতিটা জনপদের ন্যায় তেরখাদায উপজেলায় ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা কড়া নজরদারিতে রেখেছে পূজা মন্দির গুলো ।
তিনি বলেন , আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২০ অক্টোবর ~২০২৩ বিকেল ৪ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হল রুমে পূজা মন্দির গুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ত্রাণ তহবিল ও সংসদ সদস্যদের ব্যক্তিগত তহবিল হতে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের , আওয়ামীলীগ নেতা শেখ রাজামিয়া , মোল্লা জিয়াউর রহমান , মোল্লা আব্বাস আলী , এস এম দ্বীন ইসলাম , মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জারা সুমি , শংকর বালা , স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ আনিসুল হক , শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু , ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদ , ইউপি মেম্বার মোঃ তারিকুল ইসলাম।
পরে তিনি বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুদানের অর্থ প্রদান করেন।