সিরাজগঞ্জ,জেলা প্রতিনিধি: বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব হোসেনে নামে এক ইজি বাইক চালকে হত্যা ও মৃতদেহ ধানক্ষেতে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত মোতালেব (৩০) সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। তিনি শ্বশুড়বাড়ী পৌর এলাকার গয়লা মহল্লায় থাকতেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন,নিহত মোতালেব এর পরিবারের সাথে কথা বলে জানতে পাড়ি মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হন মোতালেব। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোন বন্ধ ও রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে থানা লিখিত অভিযোগ করেন। আজ সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় তার গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতে এসে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম। এনিয়ে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসছে।