সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ চাঁদ (৫৪) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবু সাঈদ বলতুল গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে পুলিশ আবু সাইদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু সাইদের ছেলে সাগর প্রামাণিক বলেন, গ্রামের আব্দুল হাকিমের সাথে আমার বাবার জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে।
শুক্রবার রাত ৯ টার দিকে আমার বাবা মোহনপুর থেকে বাড়ি ফেরার সময় বলতৈল গ্রামের পাশের রাস্তায় প্রতিপক্ষ আব্দুল হাকিমের লোকজন তার ওপর আক্রমণ করে। আক্রমণকারীরা আমার বাবাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর অবস্থায় রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে আমরা লোকজন নিয়ে পার্শ্ববর্তী সুজা গ্রামের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত ১২টার দিকে হাসপাতালের পথে আমার বাবা মারা যায়।
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা জানান, বলতৈল গ্রামের দুধ ব্যবসায়ী আবু সাইদ চাঁদ ও আব্দুল হাকিমের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। এক সপ্তাহ আগে আবু সাইদের লোকজন আব্দুল হাকিমকে মারধর করেন। এই ঘটনার জের ধরে সাইদের ওপর হাকিমের লোকজন আক্রমণ করতে পারে বলে তার ধারণা।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, পুলিশ এরই মধ্যে আবু সাইদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানা।