মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের ডাসার থানা পুলিশের অভিযানে লিবিয়ায়তে মানব পাচারকারী মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার (৪ জুলাই ) রাতে মিলন মাতুব্বর (৪০) নামে এক মাফিয়া চক্রের সদস্যকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার রাজিব সরদার,আরিফ ও হাবিব নামের তিন যুবককে ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। এরপর মিলনের নির্দেশে তাদের লিবিয়া নিয়ে একটি বন্দি শিবিরে আটক রেখে টাকার জন্য দিন রাত চালানো হয় দফায় দফায় অমানবিক নির্যাতন। নির্যাতনের ভিডিও দেখিয়ে তিন পারিবারর কাছ থেকে আদায় করে নেয়-৪৫ লক্ষ টাকা-পরবর্তীতে লিবিয়ায় অবস্থানরত আরেক সহযোগী মাফিয়ার কাছে তাদের বিক্রি করে দেয় মাফিয়া মিলন। ওখান থেকে তারা দশ লাখ টাকা মুক্তিপন দিয়ে দেশে ফিরে আসে ওই যুবকরা।
এই ঘটনায় বিষয়ে রাজিব হাসান বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মানবপাচার প্রতিরোধ দমন আইনে (১) মাফিয়া মোঃ মিলন মাতুব্বর ও তার স্ত্রী বিউটি বেগম (৩০) তার বোন মিনু বেগম কে আসামি একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার আসামীর এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এস আই শাহাবুদ্দিন বঙ্গীয় ফোর্স নিয়ে মাফিয়া মিলন মাতুব্বার কে গ্রেফতার করেন। মামলার প্রধান আসামী করা হয় মিলন মাতুব্বরকে। সহযোগী আসামি করা হয় তার স্ত্রী ও বোনকে মামলার এজাহার থেকে জানা যায়, ভূক্তভূগিদের টাকা মাফিয়া চক্রের প্রধান আসামি মিলন মাতুব্বর এর স্ত্রী ও বোনের ব্যাংক একাউন্টে লেনদেনের একাধিক প্রমাণ রয়েছে। বুধবার রাতে আসামী মিলন মাতুব্বরকে রাজৈর উপজেলার বদরপাশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন বদরপাশা গ্রামর শাজা মাতুব্বরের ছেলে। নির্যাতনের শিকার আরিফ সরদার বলেন, আমাদের লিবিয়াতে আঁটকে রেখে অমানুসিক নির্যাতন করেছে। নির্যাতনের ফলে শরীর পচন ধরছিল। ঠিকমত খাবার দিত না। আমাদের জিম্মি করে তিন পরিবারের কাছ থেকে দফায় দফায় ৪৫ লক্ষ টাকা নিয়েছে মিলন মাতুব্বর। খোজ নিয়ে জানাগেছে, মিলন মাতুব্বর একাধিক যুবককে লিবিয়ায় বন্দী শালায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছেন। তিনি মুক্তিপণ আদায় করে তার সহযোগীদের কাছেও বিক্রি করে দিতেন।
এদিকে মিলন মাতুব্বরের আটকের খবর ছড়িয়ে পড়লে ডাসার থানায় একাধিক ভুক্তভোগী তার বিচারের দাবীতে থানায় ছুটে আসেন। তারা মিলনের ফাঁসি দাবী করেন। ডাসার থানায় ওসি এস এম শফিকুল ইসলাম জানান, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলায় মিলন মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।