মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম ডেস্কঃ-মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম দিক নির্দেশনায় মাদারীপুর ২নং পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক টিম অভিযান চালিয়ে (১০নভেম্বর)২০২৩ তারিখে সকাল ১০.৪৫ ঘটিকার সময় ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুর জেলার সদর থানা এলাকায় মাদক অবৈধ অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে এ এস আই (নিঃ) সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স সহ বাইতুন মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকার মিজানের ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ সোহানুর রহমান সোহান নামের এক মাদক ব্যবসায়ীকে ২০০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ডাসার থানার ডাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ডাসার এলাকার আইয়ুব আলী ব্যাপারীর ছেলে মোঃ সোহানুর রহমান সোহান (২৯) কে ২০০৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।