মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্কঃ- মাদারীপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান খানের মৃত্যুতে জেলার সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর নিবিড় পরিচর্যা ইউনিটে (আই.সি.ইউ তে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ শাহজাহান খান দীর্ঘদিন ধরে হরেক রকম রোগে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সবশেষে অসুস্থ হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন সূত্রে যানা যায় সাংবাদিক শাহজাহান খান দির্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকাসহ মাদারীপুর জেলার স্থানীয় পত্রিকা দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেন,প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান এর জানাজা নামাজ সম্পন্ন করে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সংগঠন সহ শোক প্রকাশ করেন।
এবিষয়ে মাদারীপুর জেলা জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দা আলী জাহান, মাদারীপুর জেলা IBWF এর সাধারণ সম্পাদক গোলাম আজম ইরাদ এবং মাদারীপুর ইসলামী সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা,সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজী সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।