মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় ধারালো অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
অদ্য ইং ১৫/১১/২০২৩ খ্রি: তারিখ ২৩.১৫ ঘটিকায়
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বুধবার (১৫নভেম্বার)২০২৩ ইং তারিখ রাত্র ১১.১৫ ঘটিকার সময় এসআই রায়হান সিদ্দিকী (শামীম) অবৈধ মাদক, অস্ত্র ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা কালে তার নেতৃত্বে অভিযান চালিয়ে মাদারীপুর সদর থানাধীন ঘটক চর এলাকার আঃ রব হাওলাদার এর বাগান হইতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতিসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ১ নং আসামী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার, রাহাত পাড়া গ্রামের নারায়ন চন্দ্র দের ছেলে সুজয় @ সজয় দে(৩৫) ২ নং আসামি শরীয়তপুর জেলার,শখিপুর থানার জালালপুর গ্রামের আমির হোসেন গাছার ছেলে লিটন গাছা(৩৮) ৩ নং আসমী রংপুর জেলার বদরগঞ্জ থানার রোস্তমাবাদ গ্রামের মকবুল হোসেন @চোরা মকবুল এর ছেলে মনোয়ার হোসেন(৩০) ৪ নং আসামী শীয়াতপুর জেলার শখিপুর থানার দক্ষিন তারাবুনিয়া এলাকার মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে বাসেত চৌকিদার (৩২)
গ্রেফতারকৃত ডাকাতদের ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার তৈরী নীল রংয়ের কাটার যাহা লম্বায় ২৯ ইঞ্চি, একটি স্লাই রেঞ্জ যাহা লম্বা ১২ ইঞ্চি,একটি রামদা যাহা লম্বায় কাঠের বাট সহ ৩৮ ইঞ্চি,একটি ছ্যানদা যাহা লম্বায় কাঠের বাট সহ ২৫ ইঞ্চিসহ আসামীদের গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদারীপুর সদর থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।