মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
মাদারীপুর জেলার সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ নভেম্বর) ২০২৩ ইং তারিখ সন্ধ্যা ৬.৪৫ ঘটিকার সময় ১৫০পিস ইয়াবাসহ আজিম খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মীর ফরহাদ রাহীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার অভিযানে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজার খাদমসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ আজিম খান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর এলাকার ৭ নং ওয়ার্ডের মোঃ চাঁন মিয়া খানের ছেলে- আজিম খান (২২)
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আজিম খানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মাদক মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে।