মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৩ জুলাই) ২০২৪ ইং তারিখ সকাল থেকে দিন ব্যাপী-সদর উপজেলার আড়িয়াল খা ও কুমার নদে অবৈধ ড্রেজার ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু।
প্রশাসন সূত্রে জানা যায়,অভিযানে পাচখোলা মহিষের চর আড়িয়াল খা নদ থেকে কুমার নদের থানতলি ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে চারটি ড্রেজার মেশিন ও ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত আনুমানিক ২ হাজার মিটার ড্রেজিং পাইপ গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অভিযুক্ত কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম, বায়জিদ তিনি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার জেলার দূর্গী এলাকার মোঃ হান্নান মিয়ার ছেলে।
এদিকে অভিযান পরিচালনা করায় খুশি হয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নদীর পাড়ের সর্বস্তরের সাধারন মানুষ। অভিযান পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের প্রধান নেতৃত্ব দানকারী কর্মকর্তা ছিলেন, মাদারীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি আরো সাংবাদিকদের জানান দেশের প্রচলিত আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজিং, ভূমির শ্রেণী পরিবর্তন সহ সকল অবৈধ কাজের বিরুদ্ধে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।