আতাউর রহমান চঞ্চল,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাকি আর মাত্র দের মাস। আসন্ন এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সারা দেশের মতো বরিশাল সদরেও জনগণের মাঝে বিরাজ করছে নানা জল্পনা-কল্পনা আর কৌতুহল।
বরিশাল-৫ (সদর) আসনে জনসমর্থনের আলোকে জয়-পরাজয় নির্ধারণ ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন টিকিট কার হাতে যাচ্ছে এসব নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা কৌশলী হিসেব-নিকেশ,সদর ৫-আসনের বর্তমান পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক শামীম (এমপি) বরিশালের রাজনীতিতে তেমন কোন অগ্রনীভূমিকা ও মাঠ পর্যায় সক্রিয় না থাকায় আ.লীগ ও তৃমূলের অপছন্দের তালিকায় রয়েছে জাহিদ ফারুক শামীম।
তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানাযায় আ.লীগের তৃণমূলের পছন্দে রয়েছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তবে নির্বাচনকে লক্ষ্য করে সরকার দল আওয়ামী লীগের ঘর গোছানো শুরু করলেও এখনো অনিশ্চয়তার ঘোর কাটেনি বিএনপি’র দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে।
বরিশাল জেলা মহানগর আ.লীগ কমিটির সাধারন সম্পাদক,সদ্য বিদায়ী সিটি মেয়র বরিশালের কৃতী সন্তান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে নিয়ে স্বপ্ন দেখছেন সদর আসনের আ.লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আগামীতে তাকে বরিশাল সদর ৫-আসনে সংসদ সদস্য হিসেবে পাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী ফরম সংগ্রহসহ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাংগঠনিকভাবে বিভিন্ন পর্যায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।আ.লীগের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকে দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে যাচ্ছেন কর্মীবান্ধব রাজনীতিবিদ সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের নাতী ও মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির (আহবায়ক), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি’র পুত্র।পারিবারিক ও রাজনীতির সুত্রে ছাত্র জিবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে পিতা আলহাজ্ব আবুল হাসানাতের হাত ধরে বাংলাদেশ আ.লীগে রাজনীতিতে প্রবেশ ও পথচারণায় মাধ্যমে ধীরে ধীরে বরিশালের রাজনৈতিক অঙ্গনে ও যুব সমাজের আইকন হিসেবে খ্যাত অর্জন করেছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
তারপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সব সময় কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকার রাজপথে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে আসছেন। এ ছাড়াও বরিশাল জেলা ও মহানগর আ.লীগ এবং বরিশাল-৫ আসনের
আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর রয়েছে অসামান্য অবদান। যার ফলে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিশেষ করে বরিশাল সিটি ও মহানগরের পাড়া মহল্লায় সাধারণ খেটে খাওয়া অসহায় দিনমজুর মানুষ ও দলীয় নেতা-কর্মীদের দুর্দিনে তিনি তাদের পাশে ছুটে গিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। জাতীয় রাজনীতির আন্দোলন সংগ্রামে তিনি যেমন সক্রিয় আছেন তেমনি নিজ সদর আসনের আওয়ামী লীগের রাজনীতিতে অসামান্য অবদান রেখে চলেছেন।
এ ছাড়াও সদরের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বরিশাল সিটি ও মহানগর এলাকার বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ অসহায় দারিদ্র মানুষকে তিনি সাধ্যমত সহযোগিতা করে আসছেন। দলের সংকটময় সময়ে অনেক নেতা যখন এলাকা ছেড়েছেন তখন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মামলা-হামলা, জেল-জুলুম উপেক্ষা করেও জেলা ও মহানগন আ. লীগ রাজনীতিকে সক্রিয় রেখেছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি বিগত পাঁচ বছর বরিশাল সিটির মেয়র ছিলাম এবং দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতি সাথে ওতপ্রোত ভাবে জড়িত। অনেকে বসন্তের কোকিল দলে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙ্গিয়ে পদ-পদবী বাগিয়ে নিয়েছেন। কিন্তু দলের যখন দুর্দিন তখন তারা মাঠে নেই। কেন্দ্রীয় নীতি নির্ধারকদের প্রতি দাবী যারা দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকে আওয়ামী সংগঠনের জন্য কাজ করে আসছি, জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
বরিশাল মহানগর আওয়ামী লীগ ও বরিশাল জেলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর আলম বলেন, বরিশাল সিটির মেয়র হিসাবে বিশ্বস্ততার ও সুনামের সাথে সিটি কর্পোরেশন পরিচালনা করে ছিলেন দীর্ঘ পাঁচ বছর,তারই প্রেক্ষাপটে বরিশালের সাধারণ মানুষের কাছে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ খুবই জনপ্রিয় ব্যক্তি ও নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন,বরিশালের আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের চাওয়া পাওয়া ও অনুরোধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল সদর ৫- আসনের আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বরিশাল বাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা, এটা বরিশালের মানুষের প্রাণের দাবি এমনটাই আশা ব্যর্থ করেন তিনি।