দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বাংলদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।গতকাল রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।
বরিশাল-১নং (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে আওয়ামী লীগের পক্ষে এককভাবে নৌকার প্রার্থী হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আবুল হাসানাত আব্দুল্লাহ, পরে মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়,বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির (আহবায়ক) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি।
গত ২৬ নভেম্বর রবিবার বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের দলীয় ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন।বরিশাল-১ আসনে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল করেন উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাপ্তি করা হয়।গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আনন্দ মিছিল উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,সৈয়দ নজরুল ইসলাম, আঃ রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, সাবেক কমিশনার টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জামাল হোসেন বাচ্চু, মাসুম মল্লিক খোকন, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড.সাহিদা আক্তার, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বেপারী, পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো.স্বপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান রনী, পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহীয়ান হোসেন রাতুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.ইমরান মিয়া-সহ অন্যান্যরা।
অপরদিকে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে একটি আনন্দ মিছিল করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,যুবলীগ সভাপতি সেরনিয়াবাত কামরুজ্জামান (আজাদ) সাধারন সম্পাদক মো.সহিদ তালুকদার।আব্দুল্লাহ লিটন, ইউপি চেয়ারম্যান বিপুল দাস,ইলিয়াস তালুকদার,টিটু তালুকদার,সাইদুল সরদার,মুরাদ শিকদার, শহিদুল ইসলাম পাইক, ফয়জুল সেরনিয়াবাত,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক উন্নয়নে রূপকার। চার’বারের সংসদ সদস্য, হিসেবে দায়িত্ব সফলতার সাথে পালন করছে। মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির (আহবায়ক) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি।
তিনি দীর্ঘদিন সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে বিশেষ ভাবে জড়িত আছে।এমন নেতাকে বরিশাল-১ আসনে বার বার নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’সহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
তাঁরা আরো বলেন, আমরা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে বরিশাল-১ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।