মোঃ কামাল হোসেন,নিউজ ডেস্ক মাদারীপুরঃ- পুলিশ হত্যা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ উপলক্ষে বিকেলে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান বাজার মেলবোর্ন প্লাজার সামনে গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি প্রতিনিধি আজিজুর রহমান খান শিবু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিছ আক্তার, সদর উপজেলা যুবলীগের আহবায়ক খলিলুর রহমান দর্জিসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীরা জানান, বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।