স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ- গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ‘খ’ জোন কর্তৃক বিশেষ অভিযানে নগদ ৭,৮০,০০০/- জাল টাকা এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ আসামী গ্রেফতার করলেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতারকৃত আসামীরা হলেন ফেনী জেলার ফেনী উপজেলার আকরামপুর গ্রামের পিতা-মৃত আবু তালেব এর পুত্র মোঃ আলমগীর হোসেন(৩৪)।চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের পিতা মৃত আব্দুর রশিদ এর পুত্র মোঃ রাসেল (৩২)।কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা কদমতলা গ্রামের পিতা আজিজ রহমানের পুত্র মোঃ রুবেল ইসলাম (হৃদয়) গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।