তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ- যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৮ ই অক্টোবর বুধবার শেখ রাসেল দিবস ~২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে।কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান , কেক কাটা ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান।
সকাল ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জুম অ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন , খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন , তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য মোঃ শারাফাত হোসেন মুক্তি , মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন।
সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান , সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মান্নান আকন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান , উপজেলা কৃষি অফিসার ( ভারপ্রাপ্ত ) কপিল দে বসাক , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মনিরুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান ও কে এম আলমগীর হোসেন , উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মজিদ , উপজেলা যুব উন্নয়ন অফিসার যাদব চন্দ্র রায় , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহেল রানা , এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পাল বালা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি তেরখাদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী মোঃ ফরিদুল ইসলাম , মোঃ বোরহান উদ্দিন আহমেদ , শিক্ষক নিলুফ ইয়াসমিন জুই।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা হয়।কেক কাটা শেষে এক বর্ণাঢ্য র্্যালী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।