মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকায় বসবাসরত সরকারী,বেসরকারী চাকরিজীবী ও ব্যাবসায়ীদের নিয়ে গঠিত হয়েছে স্বাধীনতার স্বপক্ষে একটি অরাজনৈতিক সংগঠন ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যান সোসাইটি।
শনিবার (৮ জুন) ২০২৪ ইং তারিখ বিকালে ঢাকার বিজয় স্বরনী মনিপুরীপুরী ফার্মগেট হোটেল পার্ক টাউনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়-ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা মাদারীপুর ৩ আসনের মাননীয় সাংসদ সদস্য মোসা-তাহমিনা বেগম এমপি ও (সাবেক সচিব) শেখ মুজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,বর্তমান কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন।
এসময় আরো উপস্থিত ছিলেন,শিক্ষাবিদ ডঃ শিশির মল্লিক, সোহেল রানা মিঠু,শহীদ চেয়ারম্যান, সমাজসেবক মিজান কাজী, জাকির হোসেন মাসুদ খন্দকার,ব্যাংক কর্মকর্তা পরিমল বাবু সহ ঢাকাস্থ ডাসার উপজেলার দুই শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে-ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যান সোসাইটির আহ্বায়ক করা হয়,বঙ্গবন্ধু পরিষদ কার্যনির্বাহী কমিটির ঢাকা মাহানগর উত্তরের আহ্বায়ক ও বাংলাদেশ সংবাদ পত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম সেলিম আহম্মেদকে এতে সদস্য সচিব করা হয়েছে ডাসার উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহবুদ্দিন মিঠুকে।
এ কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হাওলাদার মিহির কুমার হালাদার, মোহাম্মদ নাসির মিয়া, আরিফ খান বুলেট, শামসুজ্জামান পারভেজ, মাসুদ হাওলাদার, মনিরুজ্জামান খান, মনিরুজ্জামান খোকন মোল্লা, আসিস কুমার সরকার, মোহাম্মদ শাহিন সরদার, কাজী রেজাউল করিম, গোলাম কিবরিয়া, সুবীর হালদারসহ ৫৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
একমিটির এক নাম্বার কার্যকারী সদস্য করা হয়েছে, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদকে।
এবিষয়ে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোসা- তাহমিনা বেগম বলেন, আপনাদের এই মহান উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই এবং ঢাকাস্থ ডাসার উপজেলা কল্যান সোসাইটির সকলকে একত্রিত করে এতো সুন্দর একটি কমিটি গঠন করার জন্য উদ্যোগ দাতা নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ বি এম সেলিম আহাম্মেদ ও শাহাবুদ্দিন মিঠুসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সর্বক্ষণ আপনাদের পাশে আছি এবং থাকব।