শরীফ শাওন,ডাসার প্রতিনিধিঃ- আজ বৃহস্পতিবার (২৮) সেপ্টেম্বর মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের জাকির বেপারী ছোট পুত্র আবু রায়হান বেপারী (১৬), নিজ বাড়ির গাছের সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে ও এলাকাবাসির বিভিন্ন ব্যক্তি প্রতিদিনের ক্রাইমকে বলেন রায়হান মানষিক ভাসাম্যহীন ছিলেন। রায়হান কয়েকবার পানিতেও পরে গিয়েছে এবং মাঝে মধ্যেই বাড়ি থেকে হাড়িয়ে যেত মসজিদের মাইকে ঘোষনা দিয়ে তাকে খুজে বের করা হতো।
রায়হানের পিতা জাকির বেপারী বলেন গতকাল রাতেও এশার নামাজ পড়ে মসজিদ থেকে রায়হান বাড়ি এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু কখন যে ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে এই দুর্ঘটনা ঘটায় তা আমরা টের পাইনি রায়হান মাঝে মাঝে বিল থেকে শাপলা এনে বাজারে বিক্রি করত সকালে খুজতে গিয়ে ওর বড় বোন সাকিবা দেখতে পায় রেইনন্ট্রি গাছের সাথে গলায় ফাশ দিয়ে ঝুলে আছ।
পরে ডাসার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল নির্নয় করে পরে পোষ্টমর্টেমের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।