মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের মাদারীপুরঃ-ডাসার উপজেলার বোতলা এলাকায় অসহায় পরিবারের বসতবাড়ি ঘড় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারকে নতুন ঘড় বানানোর জন্য টিন কিনে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি।
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বোতলা এলাকার দিনমজুর ইসমাইল তালুকদারের বাড়ি আগুনে পুড়ে যাওয়ায় তার পরিবারকে নতুন ঘড় বানানোর টিন কিনে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকালে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির পক্ষে ভূক্তভূগি পরিবারের মাঝে টিন হস্তান্তর করেন ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক।
এর আগে ডাসার উপজেলার দক্ষিণ ডাসার এলাকার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন মিয়ার মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপির প্রতিনিধি- ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এমদাদুল হক কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উজ্জ্বল মাতুবৃবার উপস্থিত হয়ে অসহায় কাঞ্চনের পরিবারকে নগত অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় সি এল টি বিডি প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ কামরুল হাসান পপি বলেন, ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নে যে কোনো মানুষের বিপদে আমি পাশে আছি এবং ভবিষ্যতে মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয় ক্ষ্যাতির তুলনায় হয়তো আমার দেওয়া অর্থ সামান্য। এই সামান্য অর্থ তাদের কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে সহযোগীতা করবে বলে আমার বিশ্বাস।
সৈয়দ কামরুল হাসান পপি সাংবাদিকদের আরো বলেন,আমি আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে নবগঠিত ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই,যদি আপনারা আমাকে সেবা করার সুযোগ করে দেন।