আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের, উপজেলা চেয়ারম্যান (কাপপিরিচ) প্রতীকের প্রার্থী মো.মনির মিয়ার একটি অশ্লীল অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল হওয়া অশ্লীল অন্তরঙ্গের মূহুর্তের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে।অনেকেই তার পদত্যাগ ও শাস্তি দাবি করছেন।
গতকাল ১৯-মে রবিবার দুপুরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে (২ মিনিট ৩৮ সেকেন্টের) ভাইরাল হওয়া অশ্লীল ভিডিও তে একটি নারীর সাথে অসামাজিক কাজে লিপ্ত দেখা যায়,পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনের (কাপপিরিচ) প্রতীকের প্রার্থী মো.মনির হোসেন মিয়া। নির্বাচনে অংশগ্রহনকারী (কাপপিরিচি) প্রতীকের প্রার্থীর এমন অশ্লীলঅন্তরঙ্গ কর্মকান্ডে উপজেলা জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে,এমন অবস্তায় উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী অঙ্গংসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা, অনেকেই তার পদত্যাগ ও শাস্তিসহ অনতি বিলম্বে উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করার দাবি করছেন।
নাম প্রকাশ না করার শর্তে গৌরনদী উপজেলার বেশ কয়েকজন নেতৃবৃন্দ ও নেতাকর্মী জানান,পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনের (কাপপিরিচ) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার,আপত্তিকর ভিডিওর বিষয়টি নিয়ে পুরো উপজেলা সমালোচনা শুরু হয়েছে।ভিডিওটি তারাও দেখেছেন এটা তাদের এবং উপজেলাবাসীর জন্য লজ্জাজনক বিষয়।একজন জনপ্রতিনিধির এমন আচরণ উপজেলাবাসীর মানুষ প্রত্যাশা করেনি।
এবিষয় গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের যুবলীগের সাধারন সম্পাদক মো. আসাদ খাঁন বলেন তিনি যেহেতু বিবাহীত তার স্ত্রী রয়েছে কেন টাকা দিয়ে অন্য নারীর সাথে তার শারীরিক চাহীদা মেটাবে। তিনি যদি চেয়াম্যান হয় তা হলে এটা আমাদের জন্য লজ্জার। আমি দাবি করছি তাকে যেন দল থেকে বহিষ্কার করা হয়। না হয় এটা দলের জন্যও লজ্জার।
এব্যাপারে কথা হয়,গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সাথে তিনি বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতির নারী সাথে একটি অসামাজিক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে শুনেছি,আমি তো ফেসবুক ব্যবহার করিনা,তবে লোকমুখে আমি শুনেছি এছাড়াও আমাকে অনেকেই ফোন করে জানিয়েছে।পরে আমি ভিডিও না দেখেই ওই ভিডিও ব্যাপারে মো.মনির হোসেন মিয়াকে ফোন করে জানতে চাইলে তিনি (মনির) জানান এটা এডিট করা,ষড়যন্ত্রকারীরা এডিট করে তার ভিডিও ছেড়ে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।এবিষয় আরও জানান আমরা যাচাই বাচাই করব এরপর তার বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।এবিষয় গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো.মনির হোসেন মিয়া বলেন আমার সাথে ওরা ষড়যন্ত্র করতেছে।যারা এগুলো করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহন করা হবে।