মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় বাইপাস মোড় ছবিঁখারপাড় নামক স্থানে। হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার এর ফ্রি মেডিকেল ক্যাম্প আজ।
রোজ সোমবার সকাল ৯ থেকে রুগি দেখা শুরু করেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা।
প্রায় এক হাজার সাধারণ মানুষকে মেডিকেল চেকআপ ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে যে সমস্ত ডাক্তার ছিলেন তারা হলেন ডা:তাপস মণ্ডল, (অর্থপেডিক সার্জারি)। ডা:সজিব কুমার বাড়ৈ(ওরাল এন্ড ডেন্টাল সার্জন),ডা:ঊর্বশী দেবনাথ(ওরাল এন্ড ডেন্টাল সার্জন), ডা:প্রকাশ মুন্সি(জেনারেল এন্ড কার্ডিয়াক সার্জারি), ডা:জ্যোতি রানী বিশ্বাস(গাইনী এন্ড অবস),ডা:শিউলি সমাজপতী(গাইনী এন্ড অবস),ডা:মামুন মোল্লা(পিজিটি সার্জারি),ডা:ভবানন্দ বাড়ৈ(গ্যাস্ট্রােএন্টারোলজী বিভাগ),ডা:অনুপ বণিক অর্থনীতিতে (অর্থপেডিক সার্জারি),এবং ডা:নেয়ামত উল্লাহ সজীব(মেডিকেল অফিসার), সাধারণ মানুষদেরকে দুপুর ৩ টা পর্যন্ত রোগীদেরকে সাধারণ স্বাস্থ্য-সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ফ্রি ঔষধের সেবা প্রদান করে থাকে।
ম্যানেজিং ডিরেক্টর মলিনা রানী মন্ডল তিনি জানান। হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টর চেম্বার আগামী নভেম্বরের ১ তারিখ শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এখানে অনেক সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার থাকবে সাধারণ মানুষ যাতে আধুনিক চিকিৎসা পায় এর জন্যই এই ডায়াগনস্টিক সেন্টার করা। এ সময় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।