আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা তার থেকে কম দেয়ার কারণে রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে জনসাধারণের রাতে হঠাৎ করেই ঘুম ভেঙ্গে দেখে বিদ্যুৎ নেই।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন আমাদের যে পরিমাণ চাহিদা তার থেকে কম পাওয়ায় আমরা লোডশেডিং দিতে বাধ্য। আমাদের চাহিদা ১৭ মেগাওয়াট আমরা সেখানে পাই ৬ মেগাওয়াট পাঁচটি ইউনিয়নে পর্যায়ক্রমে তাই আমাদের লোডশেডিং দিতে হয়।
সোমবার দিবাগত রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে রাত আটটা থেকে রাত দুইটা পর্যন্ত চারবার চার ঘন্টা লোডশেডিং দেওয়া হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএমকে একাধিক ফোন করে কোন সাড়া পাওয়া যায়নি। রাজিহার ইউনিয়নের সাবসিডির অফিসার জনাব হাসান সাহেব বলেন চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় আমাদের লোডশেডিং দিতে হয়।